প্রতিটি উপজেলায় একটি করে সাব-রেজিস্ট্রী অফিসরয়েছে। তবে কোন কোন বড় উপজেলায় একাধিক সাব-রেজিস্ট্রী অফিসরয়েছে। অপরদিকে সিটি কর্পোরেশন এলাকায় একাধিক থানা(পুলিশ স্টেশন)নিয়ে একেকটি সাব-রেজিস্ট্রী অফিসের অধিক্ষেত্র গঠিত হয়েছে।
এই অফিস আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের আওতাধীন ও মহা পরিদর্শক, নিবন্ধন-এর অধীনে পরিচালিত।
দপ্তর প্রধানের পদবী: সাব-রেজিস্ট্রার।
কার্যক্রম: সাব-রেজিস্ট্রী অফিসএর উল্লেখযোগ্য কার্যক্রমগুলি হলঃ স্থাবর ও অস্থাবর সম্পত্তি সংক্রান্ত বিভিন্ন প্র্রকারের দলিল রেজিস্ট্রেশন, রেজিস্ট্রীকৃত দলিলের তথ্য সমূহ সংরক্ষন করা, আগ্রহী পক্ষকে রেজিস্ট্রীকৃত দলিলের তথ্য সমূহ ও অনুলিপি(সার্টিফাইড কপি) সরবরাহ করা, সরকারী রাজস্ব আদায় করা, সংশ্লিষ্ট ভূমি অফিসে LT নোটিশপ্রেরনকরা, ব্যাংক/আর্থিকপ্রতিষ্ঠানেরঅনুকুলেদায়মূক্তসনদ(NEC)ইস্যুকরা, দেওয়ানীআদালতেরমামলায়জমিরমালিকানাসংক্রান্তবিরোধেরনিস্পত্তিরপ্রয়োজনেরেকর্ড-পত্রউপস্থাপনকরাইত্যাদি।
ক্রঃ নং | কি কি সেবা দেয়া হয় | কিভাবে দেয়া হয় |
০১. | নামজারী, জমাভাগ, জমা একত্রকরণ, জমা খারিজ সহ রেকর্ড হালকরণ। | আবেদনকারীর আবেদনের প্রেক্ষিতে। |
০২. | ভূমি উন্নয়ন কর আদায়। | সরাসরি রায়তীর কাছ থেকে দাখিলার মাধ্যমে। |
০৩. | খাস জমি রক্ষণাবেক্ষণ ও বন্দোবস্ত প্রদান। | সরকারি নির্দেশ মোতাবেক আবেদনের প্রেক্ষিতে। |
০৪. | পরিত্যক্ত ও অর্পিত সম্পত্তি ব্যবস্থাপনা। | আবেদনকারীর আবেদনের প্রেক্ষিতে। |
০৫. | বাজার পেরিফেরি নির্ধারণ। | সরকারি নির্দেশ মোতাবেক। |
০৬. | জলমহাল ও সায়রাত মহাল ব্যবস্থাপনা। | সরকারি নির্দেশ মোতাবেক। |
০৭. | বালুমহাল ব্যবস্থাপনা। | সরকারি নির্দেশ মোতাবেক। |
০৮. | জরীপ সংক্রান্ত ভুল সংশোধন। | আবেদনকারীর আবেদনের প্রেক্ষিতে। |
০৯. | সার্টিফিকেট মামলা পরিচালনা। | সরকারি দাবী আদায় আইন ১৯১৩ অনুসারে। |
১০. | দেওয়ানী মামলায় সরকার পক্ষে প্রতিনিধিত্বকরণ। | আইন ও বিধি অনুসারে। |
১১. | খাস জমি হতে অবৈধ দখল উচ্ছেদ। | সরকারি নির্দেশ মোতাবেক। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস